জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সঙ্গীতপরিচালক বাপ্পা মজুমদার এখন পর্যন্ত বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশ করলেও স্বনামে কোন অ্যালবাম প্রকাশ করেননি তিনি।
আর তাই এই প্রথম স্বনামে অ্যালবাম প্রকাশ করতে চলেছেন গুণী এই সঙ্গীত ব্যক্তিত্ব।
উক্ত অ্যালবামে থাকছে মোট ৪ টি গান যার ৩ টি-ই লিখেছেন শাহান কবন্ধ এবং থাকছে একটি প্রচলিত লোকগান। সবগুলো গানেরই সঙ্গীতপরিচালনা করেছেন বাপ্পা মজুমদার।
এ প্রসঙ্গে জানতে চাইলে বাপ্পা মজুমদার বলেন, ‘আমার ক্যারিয়ারে প্রথমবারের মতো স্বনামে একটি অ্যালবাম প্রকাশ করছি। অ্যালবামে লোকগানের পাশাপাশি মেলোডি এবং রক ঘরানার গানও থাকছে।সবমিলিয়ে শ্রোতাদের অ্যালবামটি ভালো লাগবে বলেই আশা করছি।‘