স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে তৌসিফ ও সাফা

Tawsif & Safa in a new short film

অবশেষে অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও সাফা কবির অভিনয় করলেন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। ভিকি জাহেদ নির্মিত চলচ্চিত্রটির নাম ‘দেয়াল’। এর আগেও অবশ্য এই নির্মাতা ‘মায়া’ ও ‘মোমেন্টস’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছিলেন।

চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে তৌসিফ মাহবুব জানান, ‘গত মাসের শেষ দুদিন আমরা শুটিং করেছি। পুরো গল্পটি দুর্দান্ত। অনলাইনে মুক্তি দেওয়া হলে দর্শকেরা বুঝতে পারবেন।’

এদিকে নিজের পরিচালিত তৃতীয় চলচ্চিত্র ‘দেয়াল’ প্রসঙ্গে পরিচালক ভিকি জানান, ’আমাদের এবারের গল্পটা একটি পরিবারের ছোট ছোট স্বপ্নের গল্প। এই প্রথমবারের মতো আমি একটি পারিবারিক গল্প নিয়ে কাজ করেছি।’

ইতোমধ্যে অনলাইনে প্রকাশ করা হয়েছে স্বল্পদৈর্ঘ্যটির পোস্টার। এছাড়া অল্প কিছুদিনের মধ্যেই ভিডিও অনলাইনে রিলিজ করা হবে ‘দেয়াল’ এর একটি গানের মিউজিক। আর এই ডিসেম্বরেই দেখা যাবে  পুরো চলচিত্রটি।