স্মৃতি মুছতে পিট-জোলি বাড়ি বিক্রয়


হলিউডের সবচেয়ে আলোচিত দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। মাস খানেক আগে আলাদা হয়েছেন তারা। গত ২১ সেপ্টেম্বর স্বামীর কাছ থেকে বিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন করেন অভিনেত্রী  অ্যাঞ্জেলিনা জোলি।

সব ধরণের সম্পর্ক ছিন্ন করার পর এবার নিজেদের মালিকানাধীন বাড়িটি বিক্রি করতে চলেছেন তারা।এটি সেই বাড়ি যেখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। বিলাসবহুল সেই বাড়িটির অবস্থান ফ্রান্সের করেন্সে। বাড়িটি বিক্রির জন্য ইতোমধ্যে যাবতীয় ব্যবস্থা নিয়েছেন সাবেক এই দম্পতি।

মূলত নিজেদের মধ্যকার সকল স্মৃতি মুছতে এই উদ্যোগ নিয়েছেন পিট-জোলি।

এদিকে সন্তানদের ওপর প্রভাব ফেলতে পারে এমন ধরনের বিদ্বেষপূর্ণ আইনি লড়াই থেকে নাকি বিরত থাকার পথ খুঁজছেন ব্র্যাড পিট। যৌথভাবে সন্তানদের কাস্টডি নেওয়ার মতো সমাধানে পৌঁছানো যায় কিনা সে চেষ্টাই করছেন এই অভিনেতা।