‘হঠাৎ দুঃসময়’ নিয়ে আসছেন প্রভা

Prova is coming with suddenly tragedy

একটি প্রাচীন রাজবাড়ি। খ্যাতনামা এক আলোকচিত্রী সেখানে আস্তানা গেঁড়েছেন তার শিষ্যদের নিয়ে। উদ্দেশ্য ফটোগ্রাফি। আর হঠাৎ ই সেখানে নেমে আসে দুঃসময়! এক শিক্ষিকাকে কিডন্যাপ করা হয়।

পরবর্তীতে জানা যায়, শিক্ষিকার স্বামী কিডন্যাপার মারুফকে পাঠিয়েছে তার স্ত্রীকে খুন করার জন্য। এক পর্যায়ে বেরিয়ে আসে আসল সত্য হ্যাঁ এভাবেই গল্পের জাল বোনা হয়েছে নাটক ‘হঠাৎ দুঃসময়’-এ।

নাটকটিতে শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী প্রভা। আর তার বিপরীতে অভিনয় করেছেন আরেক জনপ্রিয় অভিনেতা শতাব্দী ওয়াদুদ।

সম্প্রতি মানিকগঞ্জের সাটুরিয়ার এক জমিদার বাড়িতে শুটিং হয়েছে নাটকটির। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু এবং পরিচালনা করেছেন যৌথভাবে কাজী সাইফ আহমদে এবং অনিক বিশ্বাস।

নাটকটিতে আরও অভিনয় করেছেন তানভীর মাসুদ, রাবিনা বৃষ্টি, অবান্তিকা মায়া, সুবর্ণা সাঈদ, সোহাগ বিশ্বাস, সাহিল সাগর, রুহুল আমীন প্রমুখ।