হাউসফুল ফোর ছবিতে থাকছেন না জ্যাকুলিন

Jacqueline will not be in the film of Housefull Four

‘কিক’ ছবিতে অভিনয়ের পর বেশ প্রশংসিত হয়েছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। তখন বলিউডে তার চাহিদাও বেড়ে যায় কয়েকগুণ। একের পর এক হিট ছবিতে অভিনয় করেছেন। সাথে বিজ্ঞাপনের কাজও করেছেন আকাশচুম্বি দাম হাঁকিয়ে।

বেশ কয়েকদিন আগে তার ‘হাউসফুল’ সিরিজের চতুর্থ কিস্তিতে অভিনয়ের কথা শোনা গেলেও বিষয়টি নিয়ে খুব একটা আত্মবিশ্বাসী ছিলেন না জ্যাকুলিন। কারণ আগে থেকেই নাকি তিনি বুঝে গেছেন তার বাদ পড়ার কথা।

হ্যাঁ, আর সেটাই ঘটলো এবার। ছবিটিতে থাকছেন না জ্যাকুলিন। শোনা যাচ্ছে ‘হাউসফুল ফোর’ পরিচালনা করবেন সাজিদ খান। আর তিনিই নিতে চান না জ্যাকুলিনকে।

৩১ বছর বয়সী এই শ্রীলঙ্কান সুন্দরী জানান, সিরিজের প্রথম তিনটি কিস্তিতে কাজ করতে পেরে খুশি তিনি। তবে নতুন ছবিটির ব্যাপারে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় কাজ করছেন না আর ও এ নিয়ে কোনো ধরণের বিতর্কেও জড়াতে চান না জ্যাকুলিন।