হাসতে হবে ঈদ জুড়ে মোশারফ করিমের সাথে

হাসতে হবে ঈদ জুড়ে মোশারফ করিমের সাথে

যে কোন চরিত্রেই ডুবে যাওয়ার অসীম শক্তি রয়েছে যে অভিনেতার তিনি হলেন মোশরফ করিম। শক্তিশালী এ অভিনেতা কমেডি নাটকেও অর্জন করেছেন তুমুল জনপ্রিয়তা। তাই এবার জিটিভি তাকে নিয়ে সাজিয়েছে ঈদ বিনোদন।

মোশরফ করিম মানেই অভিনয়ের জাদু। এবারে জিটিভি আয়োজিত “মোশাররফ করিম কমেডি ফেস্ট” এ থাকছে মোশাররফ করিম অভিনীত সাতটি কমেডি ঈদ নাটক। নাটকগুলো প্রচারিত হবে ঈদের দিন থেকে প্রতিদিন রাত ১০টা ৩০মিনিটে।

ঈদের দিন থাকছে ইমোশনাল কমেডি নাটক ‘চোরের একদিন’। নাটকটিতে মোশারফ করিমের সাথে অভিনয় করেছেন ফারহানা মিলি। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শামস করিম।

ঈদের ২য়দিন প্রচার করা হবে মাহমুদুল হাসান টিপু রচিত ও পরিচালিত রোমান্টিক কমেডি নাটক ‘প্রেমের নাম বেদনা’। নাটকটিতে মোশারফ করিমের সাথে অভিনয় করেছেন অপর্ণা, ফারুক আহমেদ প্রমুখ।

ঈদের ৩য়দিন প্রচার হবে মাবরুর রশীদ বান্নার থ্রিলার কমেডি নাটক ‘মায়াবতী’। এতে মোশারফ করিমের সাথে দেখা যাবে ইরেশ জাকের কে।

৪র্থ দিন রয়েছে ইমেল হকের রচনা ও পরিচালনায় ভৌতিক কমেডি নাটক ‘কারেন্ট গেলে ভয় পাবেন না’। এখানে মোশারফ করিমের সাথে অভিনয় করেছেন নিশা, সাজু খাদেম প্রমুখ ব্যক্তিবর্গ ।

৫ম দিন প্রচারিত হবে ভাস্কও আবেদিন রচিত ও পরিচালিত ইমোশনাল কমেডি নাটক ‘পাপ’। অভিনয় করেছেন মোশাররফ করিম, সানজিদা প্রীতি, তারিক আনাম খান প্রমুখ।

৬ষ্ঠদিন প্রচারিত হবে মুরসালিন শুভ’র রচনা ও পরিচালনায় টেকনো কমেডি নাটক ‘একটা লাইক দেবেন প্লিজ’। অভিনয়ে রয়েছেন মোশাররফ করিম, শামীম জামান, সামিয়া প্রমুখ।

৭মদিন প্রচারিত হবে মারুফ মিঠু’র রচনা ও পরিচালনায় অফিস কমেডি নাটক ‘জ্বি স্যার ঠিক বলছেন’। এখানে অভিনয় করেছেন মোশাররফ করিম, শহিদুল আলম সাচ্চু প্রমুখ।