হৃতিক ও বচ্চন কন্যার ঘনিষ্টতা

sheta & hrittik relatio ship

ইদানিং প্রায়ই হৃতিক অ্যাপার্টমেন্টে দেখা যাচ্ছে বচ্চন কন্যা শ্বেতাকে।শ্বেতা নন্দার সঙ্গেই নাকি আরেকবার ঘনিষ্ঠতটা ঝালিয়ে নিচ্ছেন হৃতিক রোশন।

হৃতিক রোশনের জন্মদিনেই অবশ্য ব্যাপারটা আঁচ করেছিলেন কেউ-কেউ। খুব কাছ ঘেঁষে-ঘেঁষে নাচছিলেন তারা দু’জন। এর উপর আবার ছোটবেলাকার বন্ধু দুজন।

আর তাই শ্বেতা নন্দার সঙ্গেই নাকি আরেকবার ঘনিষ্ঠতা ঝালিয়ে নিচ্ছেন হৃতিক রোশন। এখন শ্বেতা নাকি চুপচাপ প্রায়ই আসেন হৃতিকের অ্যাপার্টমেন্টে।

মিডিয়ার চোখ এড়াতেঅবশ্য ট্যাক্সিতে যাতায়াত করেন তিনি নিজের গাড়িতে নয়।হৃতিকের বিচ্ছেদের পরেই নাকি ঘনিষ্ঠতা বেড়েছে তাঁদের ।

তবে ব্যাপারটা প্রেমের দিকেই এগোচ্ছে কি না তা নিয়ে ধোঁয়াশা,সে তো থেকাই যাচ্ছে।কেননা এখনও বিবাহিত শ্বেতা ।