হোয়াটসঅ্যাপেও যোগ করেছে ভিডিও কলিং সুবিধা

WhatsApp has added video calling facility

স্কাইপ, হ্যাংআউট ও অন্যান্য ভিডিও কলিং অ্যাপের মতো এখন থেকে ভিডিও ব্যবহার করে চ্যাট করতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। ‘বেটা ব্যবহারকারী’ হিসেবে যেসব অ্যান্ড্রয়েড ব্যবহারকারী নিবন্ধন করেছিলেন তাদের জন্য নতুন আপডেট হিসেবে ভিডিও কলিং সুবিধা যোগ করেছে হোয়াটসঅ্যাপ।

আগে হোয়াটসঅ্যাপ ইউজাররা চ্যাট এবং কল করার সুযোগ পেলেও এবার থেকে ভিডিও কলের সুযোগ পাবেন ব্যাবহারকারীরা।

যদি ‘বেটা টেস্টার’ হিসেবে নিবন্ধন করে থাকনে তবে আপনিও করতে পারবেন হোয়াটসঅ্যাপ-এ ভিডিও কল। প্রথমে ক্লিক করতে হবে কলিং বাটনে। সেখানেই দুটি অপশন মিলবে, ‘ভয়েস’ ও ‘অডিও’। ওই ফিচারেই রিয়ার ক্যামেরা থেকে ফ্রন্ট ক্যামেরায় চলে যাওয়া যাবে। কোনো ভিডিও কল মিস করলে, সেই নোটিফিকেশন-ও পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপের ভাষ্য, এতে কোনো লুকানো চার্জ নেই। যখন ব্যবহারকারী ও তাঁর বন্ধু এটি তাঁদের মোবাইলে ডাউনলোড করে নেবেন, তখন দুজন যত খুশি তত কথা বলতে ও চ্যাট করতে পারবেন।