১৫ আগস্ট আসছে ‘স্মৃতির মিনার’

On August 15 coming 'Sritir Minar'

১৯৭৫ সালের ১৫ আগস্ট। জাতির জনক বঙ্গবন্ধুর মৃত্যুর সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে তার একনিষ্ঠ ভক্ত যুবক হায়দার চোখে কালো কাপড় বেঁধে একাই মহাসড়কে চিৎকার করে প্রতিবাদ করতে থাকে। এসময় একটি ঘাতক মাইক্রোবাস তাকে চিরতরে পঙ্গু করে দিয়ে চলে যায়।

এরপর থেকে নিজ বাড়ির বারান্দায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি গড়ে প্রতি বছর ১৫ আগস্ট এলে হুইলচেয়ারে বসে তাকে শ্রদ্ধা জানান তিনি। কিন্ত ঢাকায় থাকা হায়দার এর একমাত্র ছেলে রাসেদ বাবার এই মফস্বলের বাড়িটি বিক্রি করে ঢাকায় শ্বশুরের দেয়া জায়গায় অ্যাপার্টমেন্ট করার কথা ভাবলে হায়দার তাকে পরিস্কারভাবে জানিয়ে দেয়, এই বাড়িটি তার কাছে একটি স্মৃতিসৌধ। তাই তার জীবদ্দশায় সেটা হবার নয়। তারপর শুরু হয় বাপ-ছেলের টানাপড়েন।

আর এমনই এক কাহিনী নিয়ে ১৫ আগস্ট চ্যানেল আইতে প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘স্মৃতির মিনার’। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন রানা মাসুদ।

অভিনয় করেছেন ড. ইনামুল হক, ওমর আয়াজ অনি, শামীমা তুষ্টি, এম এ আলম সোহাগ, শামীম, এনায়েত কবির খান সূর্য, প্রিয়ন্তী শাবন ও শিশু শিল্পী তূর্ণ। টেলিফিল্মটি প্রচার হবে ১৫ আগস্ট রাত ৭টা ৫০ মিনিটে।