৩০ ডিসেম্বর আসছে “মিসডকল”

MissdCall-new movie releases

ইতোমধ্যে নির্মাণ কাজ শেষ হয়েছে ঢাকাই ছবির অন্যতম জনপ্রিয় নির্মাতা সাফিউদ্দিন সাফির নতুন ছবি ‘মিসডকল’ এর। সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ ডিসেম্বর সারাদেশে মুক্তি পাবে ছবিটি।

ছবিটির নির্মাতা সাফিউদ্দিন সাফি বলেন, ‘গেল সেপ্টেম্বরে ছবিটি মুক্তি দিতে চেয়েছিলাম। নানা কারণে পিছিয়ে আসতে হয়েছে। দর্শক ছবিটির জন্য অপেক্ষা করছেন। তাই অনেক ভেবেচিন্তে ৩০ ডিসেম্বর ‘মিসডকল’ ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা নিয়েছি। এই মুহূর্তে মুক্তির পূর্ব প্রস্তুতি চলছে। আশা করছি, জমজমাট একটি গল্পের চলচ্চিত্র দিয়ে বছর শেষ করবেন আমাদের দর্শক।’

ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। আর তার বিপরীতে অভিনয় করেছেন নবাগত মুগ্ধতা নিপুণ ও তামান্না শুদ্ধতা। গত বছরের ১ অক্টোবর জমকালো মহরতের মধ্য দিয়ে শুরু হয় এ ছবির দৃশ্য ধারণের কাজ।

ছবিটি প্রসঙ্গে নায়ক বাপ্পি বলেন, ‘এ ছবিতে কাজ করার জন্য আমার গ্রুমিং করতে হয়েছে বেশ কিছুদিন। এখানে আমাকে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চরিত্রে দেখা যাবে। পরিচালক সাফিউদ্দিন সাফি বরাবরই সময় উপযোগী ছবি বানান। এই ছবিও একদম সময় উপযোগী। দর্শকদের বলবো, আপনারা আমার কাছে যে ধরনের ছবি আশা করেন এই ছবি সেই প্রত্যাশা পূরণ করবে। সবাই হলে গিয়ে ছবিটি দেখুন।’

ছবিটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, কাজী হায়াৎ, রেবেকা, সাদেক বাচ্চুসহ আরো অনেকে।

ছবিটির টাইটেল গানটিতে কণ্ঠ দিয়েছেন শাহরিয়ার রাফাত। এছাড়াও শওকত আলী ইমনের সুর-সংগীতে একটি গানে কণ্ঠ দিয়েছেন হৃদয় খান।