সারা বিশ্বের সিনেমাপ্রেমীদের দৃষ্টি ছিল কারা জিতছেন এবারের পুরস্কার। অনুষ্ঠানে যখন একের পর এক পুরস্কার ঘোষণা শুরু হয় তখন থেকেই টান টান উত্তেজনার শুরু। আর এ উৎসবের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার স্বর্ণপাম (পাম ডি’ওর)। এবার পুরস্কারটি জিতেছে ‘আই, ড্যানিয়েল ব্লেক!’। ছবিটির পরিচালক কেন লয়েচ-এর হাতে পুরস্কারটি তুলে দেন মেল গিবসন।
টানা দুই সপ্তাহের টান টান উত্তেজনা, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ৬৯তম কান উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জিতে নিয়েছে ‘আই, ড্যানিয়েল ব্লেক!’।
শেষ পর্যন্ত কারা জয়ী হলেন এবারের কান চলচ্চিত্র উৎসবে? দেখে নিন এক নজরে।
পাম দ’র: আই, ড্যানিয়েল ব্লেক (কেন লোচ)
গ্রাঁ প্রি: জাভিয়ের দোঁলা (ইটজ অনলি দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড)
সেরা পরিচালক: ক্রিস্তিয়ান মুংগিউ (গ্র্যাজুয়েশন) এবং অলিভিয়ার আসায়াস (পারসোনাল শপার),
সম্মানসূচক পাম দ’র: জঁ পিয়ের লদ
জুরি পুরস্কার: আন্দ্রিয়া আরনল্ড (আমেরিকান হানি)
সেরা চিত্রনাট্য: আসগর ফরহাদি (দ্য সেলসম্যান)
সেরা অভিনেত্রী: জ্যাকলিন জোস (মা রোসা)
সেরা অভিনেতা: শাহাব হোসাইনি (দ্য সেলসম্যান)
সেরা স্বল্পদৈর্ঘ্য ছবি: টাইম কোড
ক্যামেরা দ’র: ডিভাইনস (পরিচালক হাউদা বেনিয়ামিন)