ডিভাইস নির্মাতা ওয়ানপ্লাস জনপ্রিয় ওয়ানপ্লাস স্মার্টফোনের নতুন সংস্করণ আনতে প্রতিনিয়ত কাজ করছে। ওয়ানপ্লাস নিয়ে এসেছে নতুন একটি স্মার্টফোন। নতুন এই মডেলের নাম ওয়ানপ্লাস থ্রি-টি। এটি দামের দিক থেকে যথেষ্ট প্রতিযোগিতামূলক। এটি ওয়ানপ্লাস ৩ স্মার্টফোনের পরবর্তী সংস্করণ।
আজ ভারতের বাজারে অনলাইনে বিক্রির জন্য ছাড়া হয়েছে স্মার্টফোনটি। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
ফোনটি চলবে অ্যানড্রয়েডের সর্বশেষ অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড নুগাটে। ফোনটিতে রয়েছে ২ দশমিক ৩৫ গিগাহার্জের স্ন্যাপড্রাগন ৮২১ প্রসেসর। ফোনটিতে আছে ৬ জিবি র্যাম। ৬৪ জিবি ও ১২৮ জিবির দুটি আলাদা ইন্টারনাল স্টোরেজ সংস্করণ থাকবে ফোনটির। ব্যাটারি থাকবে ৩৩০০ এমএএইচের। কর্নিং গরিলা গ্লাস ৪ এর সাথে স্মার্টফোনটির অ্যামোলেড ডিসপ্লে, যার স্ক্রিন ৫ দশমিক ৫ ইঞ্চি। অনলাইনে ফোনটির দাম রাখা হয়েছে ৪৯৯ মার্কিন ডলার।
ওয়ানপ্লাস থ্রি-টির রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের যাতে থাকবে সনি আইএমএক্স ৩৯৮ সেন্সর এবং ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল। ব্ল্যাক, সফট গোল্ড ও গ্রাফিতি এই তিন রঙে ছাড়া হয়েছে ওয়ানপ্লাস থ্রি-টি।