বলিউড অভিনেতা শাহরুখ খানের নতুন ছবি ‘রইস’। ছবিটির জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন শাহরুখ ভক্তরা। চলতি বছরের ৬ জুলাই মুক্তি দেয়ার কথা ছিল সিনেমাটি। কিন্তু সেদিন মুক্তি পায় বলিউডের আরেক সুপারস্টার সালমান খান অভিনীত ‘সুলতান’ সিনেমাটি।
আর এ কারণেই সেদিন মুক্তি পায়নি ছবিটি। এখন অবশ্য রেড চিলি এন্টারটেনমেন্ট সিদ্ধান্ত নিয়েছে ‘রইস’ ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ২৬ জানুয়ারি। অবশ্য এখনও মুক্তি পায়নি ছবিটির ট্রেইলার।
আর তাই এবার ভাঙতে চলেছে দর্শকদের ধৈর্যের বাঁধ। অবশেষে দর্শকদের উন্মাদনা আরও বাড়িয়ে দিয়ে রেড চিলি জানিয়েছে, আগামী ৭ ডিসেম্বর মুক্তি পাবে ‘রইস’র ট্রেলার।
মোট ৩ হাজার ৫০০টি স্ক্রিনে একসঙ্গে মুক্তি পাবে ট্রেলারটি। এভাবে এতগুলো স্ক্রিনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছবির প্রচার আগে কখনও দেখেননি ভারতীয় দর্শক। কেননা ওই সাড়ে তিন হাজার স্ক্রিনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভক্তদের মুখোমুখি হবেন শাহরুখ খান। তার সঙ্গে আরও থাকবেন আরেক অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি।