ঈদে এনটিভির ১৪ নাটক

14 NTV drama to celebrate Eid

ঈদুল আজহা উপলক্ষে এনটিভিতে প্রচারিত হতে যাচ্ছে মোট ১৪টি একক নাটক। ঈদের দিন থেকে শুরু করে টানা সাত দিন রাত ৮টা ৫ ও ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটকগুলো।

ঈদের দিন রাত ৮টা ৫ মিনিটে প্রচারিত হবে নাটক ‘নীল রৌদ্রের ঘ্রাণ’। জাকারিয়া সৌখিন পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন নিশো, মেহজাবীন এবং  রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে কচি খন্দকার পরিচালিত নাটক ‘জেলাস’। নাটকটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, নাদিয়া, মারজুক রাসেল, রিফাত, শ্যামল মাওলা।

ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ৫ মিনিটে প্রচারিত হবে নাটক ‘কমলা রাঙা রোদ’। আশফাক নিপুণ পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, তিশা প্রমুখ এবং রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত নাটক ‘মিস্টার অ্যান্ড মিসেস’। নাটকটিতে অভিনয় করেছেন তাহসান, মিথিলা প্রমুখ।

ঈদের তৃতীয় দিন রাত ৮টা ৫ মিনিটে প্রচারিত হবে নাটক ‘হলুদ রঙের বায়না’। ইমরাউল রাফাত পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান ও পূর্ণিমা। রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটক ‘ফড়িং জীবন’। গৌতম কৈরী পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব, ঊর্মিলা, রওনক ও মৌসুমি হামিদ।

ঈদের চতুর্থ দিন রাত ৮টা ৫ মিনিটে প্রচারিত হবে ‘সবুজ আলপথে একদিন’। কৌশিক শংকর দাশ পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন নোবেল ও মৌ। রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটক ‘কত যে তোমাকে বেসেছি ভালো’। মারুফ মিঠু পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন সাব্বির, শখ, ইন্তেখাব দিনার প্রমুখ।

ঈদের পঞ্চম দিন রাত ৮টা ৫ মিনিটে প্রচারিত হবে নাটক ‘বেগুনী বিকেলের গল্প’। আর বি প্রিতম পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ ও মিলা হোসেন। রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটক ‘এ্যাবরাকাড্যাবরা’। ফরহাদ হোসেন পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব, তারিক আনাম খান, মম, কেয়া প্রমুখ।

ঈদের ষষ্ঠ দিন রাত ৮টা ৫ মিনিটে প্রচারিত হবে নাটক ‘আকাশী রঙের দোলনা’। ইমেল হক পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন জন ও তিশা। রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটক ‘দুটি গল্পই শিরোনামহীন’। গোলাম মুক্তাদির সান পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন তারিন, সজল, শ্যামল মাওলা, টয়া প্রমুখ।

ঈদের সপ্তম দিন রাত ৮টা ৫ মিনিটে প্রচারিত হবে নাটক ‘লাল রঙা স্বপ্না’। মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন মেহজাবীন ও জোভান। রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটক ‘বোকারাই প্রেমে পড়ে’। নাজমুল হক বাপ্পী পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন ইমন, মম, কাজী উজ্জ্বল, আনন্দ খালেদ প্রমুখ।