চলে গেলেন চিত্রনায়িকা দিতি


বাংলার সুনামধন্য অভিনেত্রী পারভিন সুলতানা দিতি আর আমাদের মাঝে নেই।

২০ মার্চ রোববার, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করতে করতে অবশেষে শেষনিশ্বাস ত্যাগ করেছেন চিত্রনায়িকা ‘পারভিন সুলতানা দিতি।’ রোববার বিকেল ৪টা ৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

টানা তিন মাস ভারতের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে ক্যানসার চিকিৎসার নেন তিনি। মাদ্রাজ থেকে গত ৮ জানুয়ারি অসুস্থতা নিয়েই দেশে ফিরেন অভিনেত্রী দিতি এবং একই দিন তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।  আতদিন তিনি এখানেই চিকিৎসাধীন ছিলেন।