-
‘শেষ চিঠি’এখন ইউটিউবে
কণ্ঠশিল্পী রায়হান এইচ সাখাওয়াতের গাওয়া `শেষ চিঠি` শিরোনামের গানের মিউজিক ভিডিও ইতোমধ্যে প্রকাশ পেয়েছে ইউটিউবে। গত শনিবার (৩১ ডিসেম্বর) ২মিনিট ৩৮ সেকেন্ড ব্যপ্তির মিউজিক ভিডিওটি মুক্তি দেওয়া হয়েছে আরএম প্রডাকশনের ইউটিউব চ্যানেলে। এ প্রসঙ্গে শিল্পী রায়হান বলেন, নতুন আয়োজনে গানটি প্রকাশ করা হয়েছে। সবার কাছে ভালো বলে আশা করছি। রেহমান রাহাতের পরিচালনায় মিউজিক ভিডিওটির মডেল […]