-
তিলের যত গুণ
আমাদের সকলের কাছেই অতি পরিচিত একটি শস্য তিল। নাড়ু, মোয়া ইত্যাদি মিষ্টিজাতীয় খাবার তৈরিতে ব্যবহার করা হয় তিল। এছাড়া তিলের তেল আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তিলের তেল ব্যবহার করা হয় রূপচর্চার ক্ষেত্রেও। চলুন জেনে নিই তিলের যত গুণ- শরীরের কোনো অংশ খুব জ্বালা করতে থাকলে তিল পিষে দুধ দিয়ে প্রলেপ লাগালে দাহ বা জ্বালা […]