নানা কারণে বহুল আলোচিত ও বিতর্কিত ছবি “ডুব”। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত আলোচিত এই ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২৭ অক্টোবর। খবরটি নিশ্চিত করেছেন ছবির বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। অবশেষে আগামী ২৭ অক্টোবর আসছে ডুব
আবদুল আজিজ বলেন, শুধু বাংলাদেশে নয়, একইসঙ্গে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে ছবিটির মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে।
এছাড়া ছবির মূল অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা মঙ্গলবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন। ফেসবুকে তিশা লিখেছেন, অবশেষে আসছে আপনাদের ছবি ‘ডুব’! এইটুকু বলতে পারি, ছবিটা দেখে বের হওয়ার সময় চরিত্রগুলোর জন্য মায়া হবে, মন উদাস হবে, বিষন্ন হবে। অস্ফুট স্বরে মুখ থেকে বেরিয়ে আসবে, ‘বুকের ভেতর বয়ে চলে পাহাড় নামের নদী, আহারে জীবন, আহা জীবন!’
এদিকে ছবির পরিচালক ফারুকী বলেন, ‘মুক্তির বিষয়টি জাজ মাল্টিমিডিয়া থেকেই নির্ধারণ করা হয়েছে ২৭ অক্টোবর। মুক্তির আগে বাংলাদেশে একটি প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। আর এই প্রিমিয়ার অনুষ্ঠানে ইরফান খানও উপস্থিত থাকবেন।’
‘ডুব’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ইরফান খান, কলকাতার পার্ণো মিত্র, নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া, ইরফান খান ফিল্মস ও কলকাতার এসকে মুভিজ।
এই ছবিটি নন্দিত লেখক হুমায়ূন আহমেদের পরিবারের অনুমতি ছাড়াই তার জীবনী নিয়ে বানানো হয়েছে দাবি করে এর মুক্তিতে আপত্তি জানিয়েছিলেন হুমায়ুনপত্নী মেহের আফরোজ শাওন। তার আপত্তির মুখে ছবিটিকে কোনো রকম মুক্তি না দিতে আদেশ দেয় তথ্য মন্ত্রণালয়।
এরপর তথ্য মন্ত্রণালয় ও সেন্সরবোর্ড বিভিন্ন রকম যাচাই-বাছাই শেষে বেশ কিছু দৃশ্য কর্তন করে গত ৮ আগস্ট ছবিটিকে সেন্সর ছাড়পত্র দেয়।