আসছে পন্ডিতের পাঠশালা

Pondit-patsala

সম্প্রতি এশিয়ান টিভির জন্য নির্মিত হলো তরুণ লেখক ইকবাল খন্দকারের গ্রন্থনা ও উপস্থাপনায় সাপ্তাহিক স্যাটায়ার শো ‘পণ্ডিতের পাঠশালা’। আজ ২৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া নতুন ধারার এই অনুষ্ঠানটি প্রচার হবে প্রতি শুক্রবার রাত ১০টায়।

মো. হারুন-উর-রশীদের পরিকল্পনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন বাবুল আক্তার। প্রথম পর্বের অতিথি ড. ইনামুল হক এবং ফারুক আহমেদ। প্রধান দুই অতিথি ছাড়াও প্রথম পর্বে থাকছে এমন এক বিশেষ অতিথির উপস্থিতি, যাকে এর আগে কখনোই কোনো টিভি অনুষ্ঠানে দেখা যায়নি। আর এটিই অনুষ্ঠানের প্রধান চমক।

‘পণ্ডিতের পাঠশালা’ সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘আমরা আমাদের সেরাটুকু ঢেলে দিতে বিন্দুমাত্র কার্পণ্য করিনি। তাই জোর দিয়ে বলতে পারি, এই অনুষ্ঠানের একেকটি পর্ব একেকভাবে বিনোদিত করবে দর্শকদের।’