বলিউডের জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি কৃষ। এর প্রথম তিনটি সিনেমা দর্শকপ্রিয়তা পাওয়ার পর চতুর্থ কিস্তি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। খুব শিগগিরই শুরু হবে এর চতুর্থ কিস্তি হৃতিকের কৃষ ফোর এর দৃশ্যায়ন। প্রতিবারের মতো এবারও প্রধান চরিত্রে অভিনয় করবেন হৃতিক রোশন। পাশাপাশি এবার খলচরিত্রেও দেখা যাবে ডুগ্গুকে (হৃতিকের ডাক নাম)।
গত ১০ জানুয়ারি বলিউড হার্টথ্রব হিরো হৃতিক রোশনের ৪৪তম জন্মদিনের দিন পরবর্তী সিনেমা (কৃষ-৪) তৈরির ঘোষণা দিয়েছেন বলিউডের গুণী নির্মাতা রাকেশ রোশন।
টুইটারে রাকেশ লিখেছেন- ‘কৃষ-৪ তৈরির ঘোষণা দেয়ার সবচেয়ে সেরা দিন সম্ভবত এটিই। ২০২০ সালে সিনেমাটি মুক্তি পাবে। হৃতিকের জন্মদিনে তোমাদের সবার জন্য এটি উপহার। শুভ জন্মদিন হৃতিক।’
বর্তমানে সুপার থার্টি সিনেমা নিয়ে ব্যস্ত হৃতিক। গণিতবিদ আনন্দ কুমারকে নিয়ে নির্মিত হচ্ছে এটি। এরপর যশ রাজ ফিল্মসের একটি সিনেমায় দেখা যাবে এ অভিনেতাকে। এতে তার সঙ্গে থাকবেন টাইগার শ্রফ ও বাণী কাপুর। চলতি বছর এপ্রিলে এটির শুটিং শুরুর কথা রয়েছে।