ভাইরাল হওয়া একটি নাম হিরো আলম। সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) থেকে তার পরিচিতি। এরপর থেকে তাকে নিয়ে শুরু হয় নানান আলোচনা সমালোচনা। এমন সব কিছুর তোয়াক্কা না করেই চলছেন নিজের মতো করে। এবার টারজান দ্য হিরো আলম নামের একটি স্বল্পদৈর্ঘ্যে অভিনয় করেছেন হিরো আলম। ছবিটিতে হিরো আলমের সঙ্গে অভিনয় করেছেন- রুবিনা, অমি রুবেল ও অন্যান্যরা। পরিচালনা করেছেন ইয়াসিন বিন আরিয়ান। শিগগিরই মুক্তি পাবে ‘টারজান দ্য হিরো আলম’।
ছবিটিতে হিরো আলমকে দেখা গেছে একেবারে টারজান রূপে। জনপ্রিয় ‘টারজান’ ছবির নায়কের অবয়বে সেজেছেন হিরো আলম। এ বিষয়ে তিনি বলেন, আমাকে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজের প্রস্তাব দেয়া হয়। এরপর ভিন্ন গল্প দেখে রাজী হয়ে গেলাম। ‘টারজান দ্য হিরো আলম’ শর্ট ফিল্মে আমাকে টারজানের চরিত্রে দেখা যাবে।
এরই মধ্যে ফেসবুকে ছবির প্রচারণা শুরু করে দিয়েছেন হিরো আলম। আজ দুপুরে অফিশিয়াল ফেসবুক পেজে তিনি লিখেছেন, “স্বল্পদৈর্ঘ্যের নাম ‘টারজান দ্য হিরো আলম’।” বেশ কিছু ছবিও শেয়ার করেছেন আলোচিত এই অভিনেতা।