দুর্গাপূজায় আসছেন ঊর্মিলা

Urmila kor

আসছে দুর্গাপূজা উপলক্ষে নির্মিত হয়েছে ‘তবে তাই হোক’ নামে একটি খণ্ড নাটক। নাটকে দুর্গা দেবীর সাজে দেখা যাবে লাক্স তারকা ঊর্মিলা শ্রাবন্তী করকে। এখানে এই অভিনেত্রীর সহশিল্পী হিসেবে আছেন ওমর আয়াজ অনি। নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন গৌতম কৈরী। অর্থাৎ দুর্গাপূজায় আসছেন ঊর্মিলা

এ বিষয়ে ঊর্মিলা জানান, ‘ঈদ-পূজায় বিশেষ কিছু নাটক নির্মিত হয়। সেগুলোতে কাজ করতে সবসময়ই ভালো লাগে। আসছে দুর্গাপূজা উপলক্ষেও কিছু কাজ করা হবে। তারমধ্যে শেষ হয়েছে ‘তবে তাই হোক’ নামের নাটকটি। আশা করছি এটি ভালো লাগবে দর্শকের।’

এছাড়া নির্মাতা জানালেন, ‘তবে তাই হোক’ নাটকটি মিষ্টি প্রেমের গল্প নিয়ে নির্মিত। অনির চরিত্রটি একজন চিত্রকরের। বিশ্বভারতী থেকে পড়াশোনা করে এসেছেন তিনি। আর ঊর্মিলাকে দেখা যাবে এখানে গৃহশিক্ষিকার ভূমিকায়।’

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর এনটিভিতে প্রচার হবে ‘তবে তাই হোক’।

এদিকে গেল কোরবানী ঈদে প্রচার হওয়া বেশ কিছু নাটক দিয়ে প্রশংসিত হয়েছেন শিল্পী সংঘের নেত্রী ঊর্মিলা। তার অভিনীত ‘তাহলে সেই কথাই রইল’, ‘দুটি বাড়ি পাশাপাশি’সহ আরও বেশ কিছু নাটক-টেলিছবি দর্শকের মনে দাগ কেটেছে।