ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী (সা.)

eid milad un nabi

সারা দেশে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ মঙ্গলবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হচ্ছে। দিনটি বিশ্বমানবতার মুক্তির দিশারী মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস।

১২ রবিউল আওয়াল ৫৭০ খ্রিস্টাব্দ, প্রায় সাড়ে ১৪’শ বছর আগে, মানুষের মুক্তির দিশারি বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) আরব ভুখন্ডে জন্ম গ্রহণ করেন শান্তির বারতা নিয়ে। আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগে তাওহীদের মহান বাণী নিয়ে পৃথিবীতে আবির্ভাব হয় এই মহামানবের।

পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।

দিনটি পালনে বিভিন্ন সংগঠন কর্মসূচি নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহানবী (সা.)-এর পূর্ণাঙ্গ জীবন নিয়ে আলোচনা, সমাবেশ, মিলাদ মাহফিল, মোনাজাত ও ধর্মীয় শোভাযাত্রা।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ মঙ্গলবার সরকারি ছুটি।