মেথির ফেসপ্যাক

মেথির ফেসপ্যাক

মেথি এক ধরনের ঔষধি গাছ। ভেষজ, ইউনানী, কবিরাজি ও গ্রাম অঞ্চলে অনেকে চিকিত্‍সায় মেথি ব্যাবহার করা হয়ে থাকে। এটি অনেক রোগের ঔষধ হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। আর আমরা শুধু জানি যে মেথি একটি মশলা বা পাঁচপূরণ আসলে তা নয়। এটি আমাদের দৈনন্দিন জীবনে ব্যাবহারে অনেক উপকারে আসে। ত্বকের নানাবিধ সমস্যা যদি একটি ফেসপ্যাকেই দূর হয়, তবে কেমন হয়? আর সেই উপাদানটি হল মেথি। মেথি বীজ বহুমুখী গুণ সম্পন্ন মসলা যা বিভিন্ন প্রকার রান্নায় ব্যবহার করা হয়। নানাবিধ ঔষধি গুণাগুণের চাইতেও সুগন্ধের জন্য বেশি পরিচিত মেথি। স্বাস্থ্য উপকারিতা ছাড়াও মেথির সৌন্দর্য উপকারিতাও রয়েছে। আজ আমরা জানবো মেথির ফেসপ্যাক সম্পর্কে-

প্রস্তুতপ্রণালীঃ

-এক কাপ মেথি ২ কাপ পানিতে ভিজিয়ে রাখুন সারারাত।

-পরদিন পানিসহ মেথি প্যানে দিয়ে দিন। আরও আধা কাপ পানি দিয়ে ফুটান।

-ঠাণ্ডা হলে ছেঁকে নিন। পানিটুকু সংরক্ষণ করতে পারেন বোতলে। এটি চুলের যত্নে ব্যবহার করতে পারবেন।

-মেথি ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন।

-হাত ভিজিয়ে আঠালো পেস্ট ত্বকে লাগান।

-আবারো হাত ভিজিয়ে পেস্ট চেপে স্মুথ করে নিন।

-১ ঘণ্টা ত্বকে লাগিয়ে রাখুন মেথির পেস্ট।

-হাত ভিজিয়ে ম্যাসাজ করে উঠিয়ে ফেলুন পেস্ট।

-মাইল্ড ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

-তোয়ালে দিয়ে মুখ মুছে ময়েশ্চারাইজার লাগান।

-সপ্তাহে দুইবার ব্যবহার করুন এই ফেসপ্যাক।

উপকারিতাঃ

– ত্বক নরম ও কোমল করে।

-ত্বকের উজ্জলতা বাড়ায়।

-ব্রণের দাগ দূর করে।

-ত্বকের তেলতেলে ভাব দূর করে।

-ব্রণ কমাতে সাহায্য করে।

-ত্বকের অ্যালার্জি দূর করে।

-এই ফেসপ্যাকে পাওয়া যাবে প্রোটিন, ভিটামিন সি, ফাইবার, আয়রন, পটাসিয়ামসহ প্রয়োজনীয় অনেক উপাদান।