‘রেড’ এর ক্যামেরার কথা কমবেশি সবার জানা। এই মুহূর্তে বিশ্বের নাম্বার ওয়ান সিনেমাটোগ্রাফি ক্যামেরাগুলোর মধ্যে এটি একটি। এবারে স্মার্টফোনের দুনিয়ায় আগ্রহ দেখাতে শুরু করেছে রেড। সম্প্রতি হাইড্রোজেন ওয়ান নামের প্রিমিয়াম একটি স্মার্টফোনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর বিশেষত্ব হবে ‘হলোগ্রাফিক ডিসপ্লে’।
দি ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে প্রকাশ, হাইড্রোজেন ওয়ান ফোনটিতে রয়েছে ৫ দশমিক ৭ ইঞ্চির হাইড্রোজেন হলোগ্রাফিক ডিসপ্লে। ফলে চোখের সামনেই ভেসে উঠবে মোবাইলের পর্দা। এ ছাড়া ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ন্যানো-প্রযুক্তি। ফলে দ্বিমাত্রিক (টুডি) ভিডিওগুলো সহজেই হলোগ্রাফিক মাল্টিভিউ বা ত্রিমাত্রিক (থ্রিডি) দৃশ্যে রূপান্তর করা যাবে। এতে ইন্টারঅ্যাকটিভ গেম খেলা যাবে।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জিম জ্যানার্ড এক ফোরাম পোস্টে লিখেছেন, ‘যতক্ষণ পর্যন্ত আপনারা দেখতে না পরছেন, ততক্ষণ পর্যন্ত এটার ভালো বর্ণনা করার উপায় নেই। আমাদের ডিসপ্লে এমন প্রযুক্তির, যা আগে আপনারা দেখেননি। এটা লেনসের মতো উভ-উত্তল (লেন্টিকুলার) নয়। অনেকে এ ডিসপ্লে তৈরি করতে ব্যর্থ হয়েছে।’
হাইড্রোজেন ওয়ান স্মার্টফোনটিতে রয়েছে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট। ফলে স্মার্টফোনের চার্জ নিয়ে অনাকাঙ্ক্ষিত ঝামেলায় পড়তে হবে না গ্রাহকদের। অতিরিক্ত মেমোরি কার্ডের স্লটের পাশাপাশি রয়েছে ৩ দশমিক ৫ মিলিমিটার অডিও জ্যাক।
২০১৮ সালের শুতেই স্মার্টফোনটি বাজারে আনার প্রত্যাশা করছে রেড। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ফোনটি ঘিরে ইতিমধ্যে প্রযুক্তি বিশ্বে উৎসাহ সৃষ্টি হয়েছে। কারণ, এটি হবে বিশ্বের প্রথম হলোগ্রাফিক স্মার্টফোন।